Monday, February 6, 2012

কোন ত্বকে কি রকম মেক-আপ ?



এখানে দেয়া হলো কোন ত্বকের জন্য কিভাবে মেক-আপ করতে হবে :----

তৈলাক্ত ত্বক
* প্রথমে ত্বক পরিস্কার করুন। তারপর অ্যাস্ট্রিনজেন্ট লোশন লাগান।
* ১০ মিনিট পর কম্প্যাক্ট পাউডার লাগান। ফাউন্ডেশন লাগাবেন না। কম্প্যাক্ট লাগালে ত্বকে অতিরিক্ত চকচকে ভাব থাকে না।
* ফাউন্ডেশন লাগাতে চাইলে ওয়াটার বেসড ফাউন্ডেশন লাগান।
* ত্বকে লাগানোর আগে একফোঁটা জল মেশান। না হলে কেক ফাউন্ডেশন বা প্যানস্টিক ব্যবহার করতে পারেন। তবে লাগানোর আগে অল্প জল মিশিয়ে নেবেন।
* ফাউন্ডেশন লাগানোর পর পাউডার লাগান। মুখে ফাউন্ডেশন সেট করা যাবে।
* পাউডার ব্লাশার ও আইশ্যাড ব্যবহার করুন।


রুক্ষ ও পরিণত ত্বক
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে বলিরেখা, ভাঁজ পড়তে থাকে। ত্বক অনুজ্জ্বল লাগে। ত্বক শুস্ক হয়ে পড়ে। ত্বকের যত্ন ও মেক-আপের প্রতি উত''সাহ কমে গেলে ট্রাই করুন সহজ কয়েকটি নিয়ম।
* সানস্কিন ও অ্যান্টিএজিং উপাদানসমুহ ময়শ্চারাইজার ব্যবহার করুন। এই বয়সে স্কিন কেয়ারের জন্য উপযুক্ত।
* ভারী ফাউন্ডেশনে ত্বকের বলিরেখা আরও স্পস্ট হয়ে ওঠে। তাই লিকু্ইড ও পাউডার ফাউন্ডেশন ব্যবহার করুন। লিকু্ইড ফাউন্ডেশন লাগালে ত্বকের অনুজ্জ্বল ভাব ঢাকা পড়ে। পাউডার ফাউন্ডেশন লাগালে আলাদা করে কম্প্যাক্ট লাগানোর দরকার পড়ে না।
* থ্রি ইন ওয়ান আইশ্যাডো-লিপ কালার-চিক কালার স্টিক কিনে নিন। আইশ্যাডো, চিকবোনে লাগানোর পর ব্রাশ দিয়ে লিপ কালার হালকা করে লাগান।
* চোখে আইলানার লাগান। কালোর বদলে গ্রে, ব্রাউন, ল্যাভেন্ডার কালার ট্রাই করতে পারেন। কাজল পেনসিলের বদলে আইলানার পেন ব্যবহার করুন।
* শেষে মাসকারার টাচ দিন। চোখ বড় ও সুন্দর দেখাবে। 

(Bengali beauty tips)

5 comments:

  1. আসুন জেনে নিই সহবাসের সময় ছেলেদের কি কি সমস্যা হয় ও তার সমাধান…………………………

    সহবাস সমস্যা


    পুরুষের সকল স্বাস্থ্য সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান………..

    পুরুষের স্বাস্থ্য

    পুরুষের সকল স্বাস্থ্য ও যৌন সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান………..

    পুরুষের স্বাস্থ্য ও যৌন সমস্যা


    নারীর সকল স্বাস্থ্য সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান………..

    নারীর স্বাস্থ্য


    নারীর সকল স্বাস্থ্য ও যৌন সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান………..

    নারীর স্বাস্থ্য ও যৌন সমস্যা


    নারীর সকল স্বাস্থ্য ও যৌন সমস্যার প্রাকৃতিক ও মেডিকেল সমাধান………..

    নারীর স্বাস্থ্য ও যৌন সমস্যা


    র্দীর্ঘক্ষন সহবাস করতে না পারার সমস্যা ও তার মেডিকেল সমাধান নিয়ে প্রশ্নোত্তর!………..

    যৌন সমস্যা ও তার সমাধান

    সহবাসের স্বাভাবিক নিয়ম বা পন্থা………………..
    সহবাসের স্বাভাবিক নিয়ম
    সহবাসের আগে ও পরে করনীয় ………..

    সহবাস

    ReplyDelete
  2. Everyone is beautiful but we have to take of our beauty. We need some tips thats are useful for our Skin and body. Here is some suggestions-

    Skin Care Tips

    Face Care Tips

    Hair Care Tips

    Fashion News & Tips

    Fitness Tips

    Health Tips

    Lifestyle Tips

    Here is all types of Beauty Care Tips. So guys go for it-

    Beauty Tips

    ReplyDelete
    Replies
    1. এতো সুন্দর সুন্দর টিপস দেয়ার জন্য এই পেজের এডমিন কে ধন্যবাদ
      প্রতিদিন আরো সুন্দর সুন্দর টিপস পেতে
      এখানে ক্লিক করুন=http://bit.ly/2cVVZcq

      Delete
    2. এতো সুন্দর সুন্দর টিপস দেয়ার জন্য এই পেজের এডমিন কে ধন্যবাদ ও
      আভিনোন্দন সোজন্য=http://bit.ly/2cVVZcq

      Delete


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com