Friday, January 27, 2012

বিয়ের কনের সাজ প্রস্তুতি - Preparing for a wedding


বিয়ের প্রস্তুতিতে শুধু রূপ নয় ব্যক্তিত্বেরও যেন প্রতিফলন ঘটে সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজনতাই কনের সামনে থাকতে হবে একটি গাইডলাইন ত্বক এবং চুলের বাড়তি যতœ এ সময় অতি জরুরি
ত্বক পরিষ্কারটান টান ভাব বজায় এবং উজ্জ্বলতা ধরে রাখতে ফেসিয়ালের কোনও বিকল্প নেই ত্বকের ধরন অনুযায়ী এর পরিচর্যায় ফেসিয়াল এক কার্যকর উপায়
তাই বিয়ের দিনক্ষণ  ঠিক হলে ভালো পার্লারে গিয়ে দক্ষ হাতে ফেসিয়াল করে নিনফেসিয়াল করতে হবে অন্তত ১ মাস আগেতারপর ১৫ দিন পর আবার ম্যাসাজ করে নিনব্লিচ করে নিনকারণ বিয়ের আগে স্বাভাবিকভাবেই নানা টেনশনের কারণে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারায়এ কারণেই ত্বকের নিয়মিত যতœ নিতে হবেআর ফেসিয়ালসহ নানা ধরনের ম্যাসাজ ত্বকের আর্দ্র্রতা ফিরিয়ে আনতে সাহায্য করেতবে শুধু পার্লারে গিয়ে ত্বকের যতœ নিলেই হবে না, অবসর সময়ে ঘরে বসে ঘরোয়া পদ্ধতিতে ত্বক পরিচর্যা করতে হবেত্বকের যতেœ আলু এবং শসার রস খুব উপকারীআলু এবং শসার রস একসঙ্গে মিশিয়ে ফ্রিজে রেখে বেশ  কয়েকদিন পর্যন্ত সেটা ব্যবহার করতে পারেনআবার দিনের যেকোনও সময় তুলায় গোলাপজল ভিজিয়ে মুখ, গলা এবং ঘাড় মুছে নিনগোলাপজল খুব ভালো একটি কিনজারের কাজ করেমুখের তৈলাক্ত ভাব দূর করতে মসুর ডাল বাটা ব্যবহার করতে পারেনযাদের মুখে ব্রণ আছে তারা নিম এবং তুলসী পাতার রসের সঙ্গে সামান্য চন্দন গুঁড়ো মিশিয়ে পেস্ট করে ব্রণের ওপরে লাগিয়ে নিননিয়মিত ব্যবহারে ব্রণ দূর হবেআবার অনেকের মুখেই রোদে পোড়া ভাব দেখা যায়এ সমস্যা দূর করতে চালের গুঁড়ো, মসুর ডাল বাটা, এক টেবিল চামচ টকদই, এক টেবিল চামচ কাঁচা দুধ এবং সামান্য মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে ৫ মিনিট রেখে ধুয়ে নিনএবার ভালো ব্র্যান্ডের ক্রিম মেখে নিন
শুধু মুখের যত্ন নিলেই হয় না, কনের হাত-পায়েরও পরিচর্যা করা জরুরিহাত-পা পরিচর্যায় মেনিকিউর পেডিকিউর অত্যন্ত উপকারীএ ছাড়াও  ঘরেই নিতে পারেন যত্নএকটি বড় বোলে কুসুম কুসুম গরম পানিতে শ্যাম্পু গুলিয়ে হাত-পা ভিজিয়ে বসে থাকুন ১০ মিনিট এবার পিউমিস স্টোন দিয়ে পায়ের তালু ঘসে নিননেইল কাটার দিয়ে নখ সেইপ মতো কেটে আবার গরম পানিতে ২ মিনিট হাত-পা ভিজিয়ে কিছুক্ষণ পর পানি থেকে তুলে সুতি কাপড় দিয়ে মুছে ভালো লোশন লাগিয়ে নিন
Bengali beauty tips

1 comment:


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com